Tuesday, September 18, 2018

উত্তর দিনাজপুর জেলা জুড়ে BPMO গণ অধিকার যাত্রা

উত্তর দিনাজপুর জেলা জুড়ে BPMO গণ অধিকার যাত্রা


১৮/০৯/১৮,ওয়েবডেস্ক,মুতাহার কামালঃ মঙ্গলবার বেঙ্গল প্ল্যাটফর্ম অফ মাস অর্গানাইজেশনের ( বি পি এম ও ) অধিকার যাত্রা উওর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর হাটে এসে পৌছালো । গত ১১ সেপ্টেম্বর কোচবিহার থেকে শুরু হয়েছে । অধিকার যাত্রাটি আগামী ৩ অক্টোবর কলকাতায় গিয়ে পৌছাবে । ( বি পি এম ও ) উওর দিনাজপুর জেলা যুগ্ম সম্পাদক স্বপন গুহ নিয়োগী আমাদের জানান অসমের নাগরিক পঞ্জিতে সকল ভারতবাসীর নাম নথিভুক্ত করার দাবি সহ শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, খাদ্য সুরক্ষা, ১০০ দিনের কাজ, শ্রমিকদের ন্যূনতম মজুরি, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য সহ ২০ দফা দাবিতে এই যাত্রা । এই দিন চোপড়া ব্লক সহ জেলার বিভিন্ন এলাকা হয়ে আগামী ২৭ সেপ্টেম্বর কুশমুন্ডি দক্ষিন দিনাজপুর পৌঁছাবে বলে জানা গেছে । আজকের এই অধিকার যাত্রা মিছিলে আমরা ৭ বছর বয়সের ছেলেকে দেখতে পায়, আর এক জন শারীরিক প্রতিবন্ধী কে হাঁটতে দেখেছি । ক্লাস ফাইভ এর ছাত্র রাহিল আলী আমাদের জানান স্কুলের মিড ডে মিলের ভালো খাবার ও বই খাতার দাবি নিয়ে সে হাঁটতেছে । শারীরিক প্রতিবন্ধী আজিজুল রহমান বলেন টিএমসি সরকার আমার থেকে বেশি প্রতিবন্ধী ।

No comments:

Post a Comment