Friday, August 31, 2018

করনদীঘি পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে

করনদীঘি পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে

কল্যান ব্যানার্জী, করনদীঘিঃ দীর্ঘ ৪০ বছর পর করনদীঘি পঞ্চায়েত সমিতিতে বাম শাসনের অবসান হল।শুক্রবার করনদীঘি পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত সমিতিতে প্রধান, উপপ্রধান নির্বাচিত হবার পরেই এক বিজয় মিছিল সারা করনদীঘি পরিক্রমা করে। এই বিজয় মিছিলে সবুজ অাবীর মেখে পা মেলান করনদীঘির বিধায়ক মনোদেব সিংহ, টিএমসির ব্লক সভাপতি সুভাষ সিংহ, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অাজাদ অালি প্রমুখ।
করনদীঘি ব্লক যুব টিএমসি সহ সভাপতি লিয়াকত অালি( বাবলু) জানিয়েছেন,৩৮টি অাসন বিশিষ্ট করনদীঘি পঞ্চায়েত সমিতিতে সভাপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৩ টি ভোট পায়। একটি ক্রস ভোটিং হয়েছে। রসাখোয়া রুদেলের বাসিন্দা কামরুজ্জামা সভাপতি নির্বাচিত হয়েছেন। বিলাসপুরের বালিয়ার বাসিন্দা সামুয়েল মার্ডি সহ সভাপতি হয়েছেন।
তৃণমূ্ল কংগ্রেস নেতা কৌশিক রায় জানিয়েছেন, একটা জগদ্দল পাথরকে সরানো হয়েছে। দীর্ঘদিনের বাম শাষনে কোন উন্নয়ন হয়নি। মানুষ এবারে পরিবর্তনের পক্ষ্যে রায় দিয়েছে। করনদীঘিতে উন্নয়নের জোয়ার অানা হবে। শিক্ষা, স্বাস্থ্য সহ সড়ক নির্মান ও সংস্কার করা হবে।পানীয় জল সহ মানুষের মৌলিক চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হবে।

বিষ পান করে যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য

বিষ পান করে যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য

file picture
ইসলামপুর : বিষপান করে এক যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতর নাম মেমাই সেফাজুল(১৭)। বাড়ি ইসলামপুর থানার পাঁচ ডিমটির মোহন খাঁ এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ওই যুবক বৃহস্পতিবার বাড়িতেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য ইসলামপুর পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে জানিয়েছে।

Thursday, August 30, 2018

ওলা গাড়ি থেকে দমদম শিলিগুড়ি এবং মালদার তিন প্রতারক গ্রেফতার

ওলা গাড়ি থেকে দমদম শিলিগুড়ি এবং মালদার তিন প্রতারক গ্রেফতার


উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : খয়রুল হক নামের এক যুবকের সাহায্যের আবেদন সারা দিয়ে বেলাকবা বন দফতরের রেঞ্জার সঞ্জয় দত্ত বুধবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী থেকে একটি ওলা গাড়িতে বসে বন দফতরের বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিকদের সই জাল করা নিয়োগ পত্র এবং নগদ ৬৬ হাজার টাকা সমেত তিন যুবককে গ্রেফতার করে রাজগঞ্জ থানার হাতে তুলে দেয়।

এই তিন যুবক দীর্ঘদিন থেকেই জলপাইগুড়ি ও শিলিগুড়ির বেকার যুবকদের ফাঁদে ফেলে নকল সই করা নিয়োগপত্র দিয়ে প্রতারণা করে আসছিলো বলে জানিয়েছেন রেঞ্জার সঞ্জয় দত্ত ধৃতদের মধ্যে প্রদীপ ঘোষ দমদম নিবাসী এছাড়াও মালদার  বিক্রম কুমার সিংহ এবং শিলিগুড়ির সুভাষ কুমার ঢালি রয়েছে এই তিন যুবক ওলা গাড়ি নিয়ে নিজেদের সরকারি কর্মকর্তা বলে এই প্রতারণার চক্র চালিয়ে আসছিলো বলেই তদন্তকারীদের অনুমান।

Wednesday, August 29, 2018

প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার পরিকল্পনা! পাঁচ রাজ্যে তল্লাসি করে পুলিশের হাতে গুরুত্বপূর্ন নথি

প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার পরিকল্পনা! পাঁচ রাজ্যে তল্লাসি করে পুলিশের হাতে গুরুত্বপূর্ন নথি

দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর দেশের জন্য একের পর এক ভালো কাজ করে চলেছেন মোদীজি। তবে মোদী নামটাই এখন সবথেকে বড়ো পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে আতঙ্কবাদী, জঙ্গি, নকশালী ও দেশদ্রোহীদের জন্য। এই কারণেই তিনি দেশদ্রোহীদের কাছে এখন টার্গেট হয়ে উঠেছেন। যারা দেশের ভালো সহ্য করতে পারে না সেই সকল দেশদ্রোহীরা নানা ভাবে মোদীজিকে দমানোর জন্য লাগাতার হত্যার পরিকল্পনা ফাদঁছে। আসলে এরা দেশের উন্নয়নকাজে মোদীজিকে আটঁকাতে সব দিক দিয়ে অসফল হয়েছেন। তাই তারা এবার মোদীজিকে মারার ছক কষছে। মোদীজিকে হত্যা করার জন্য যে একটা ছক করা হচ্ছে সেটা আগেভাগেই আন্দাজ করতে পেরেছিলেন গোয়েন্দারা। সেই মত তারা ঠিক সময়ে প্রশাসন কে খবর দিয়ে সতর্ক করে দিয়েছিলেন।
গোয়েন্দা সূত্রে খবর যে, প্রধানমন্ত্রী কে মারার জন্য ছক কষেছে মাওবাদীরা। সেই খবরের সূত্র ধরেই মঙ্গলবার পুলিশ দেশের আটটি জায়গায় ব্যাপকহারে তল্লাসি চালায়। পুলিশ এর তরফে জানা গিয়েছে যে, দেশের মোট ৫ টি রাজ্যের ৮ টি জেলায় চিরুনি তল্লাসি চালায় পুলিশ।
তল্লাসি চালানোর পর পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, তারা গোপন সূত্রে খবর পায় যে, মাওবাদী সংগঠনের একটি বড়ো দল প্রধানমন্ত্রীকে মারার জন্য ছক কষেছে।
এই খবর পাওয়ার পরই দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গোয়া, ও ঝাড়খন্ডে রাজ্যের বিভিন্ন জায়গায় চলে তল্লাশি। এই সকল রাজ্য গুলির আটটি জায়গায় পুলিশ এর বিভিন্ন দল গিয়ে তল্লাসি চালায়। প্রসঙ্গত উল্লেখ্য, মহারাষ্ট্র পুলিশ এর তরফে জানানো হয়েছে যে, ভীমা-কোরেগাঁও এর বিক্ষোভের পর থেকেই প্রধানমন্ত্রী কে খুনের ছক করা হচ্ছিল। সেই সময় এক মওবাদীর কাছে থেকে ল্যাপটপ ও চিঠি পাওয়া গেছিলো যেখনে রাজীব গান্ধীর মতো করে নরেন্দ্র মোদীকে হত্যার পরিকল্পনার কথা লেখা হয়েছিল।
মঙ্গলবার মাওবাদী আদর্শে বিশ্বাসী সুসান আব্রাহাম, বারবারা রাও, ঝাড়খণ্ডের স্টালিন স্বামী, ভি ভু রাও, ক্রান্তি, কাসিমের বাড়িতে চলে তল্লাশি। প্রত্যেকের কাছেই গুরুত্বপূর্ণ নথি ও ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এদের প্রত্যেকের সাথে মাওবাদীদের যোগ রয়েছে। এখন এই মাওবাদীরা কোন দলের সাথে জড়িত তা সরাসরি না বলা গেলেও রাজনীতিতে সামান্য সক্রিয় ব্যাক্তিরা এটা পরিষ্কারভাবেই জানেন। মাওবাদীরা কেন মোদীর মতো হিন্দুত্ববাদী নেতাকে টার্গেট করছে তাও স্পষ্ট। তবে প্ৰধানমন্ত্রীর সুরক্ষা ব্যাবস্থা যথেষ্ট কড়া রাখার নিশ্চয়তা দিয়েছেন রাজনাথ সিং।

র‍েশনে বাতিল আটা দেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য

র‍েশনে বাতিল আটা দেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য


By
 News Britant
 -

আগস্ট 29, 2018











































মালবাজার : র‍েশনে দিন পেড়িয়ে যাওয়া বাতিল আটা সরবরাহের অভিযোগ উঠল মালবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের বাসিন্দা তথা বিজেপির মাল টাউন মন্ডলের সভাপতি পঙ্কজ তেওয়ারি এক লিখিত অভিযোগের মাধ্যমে জানান যে ওই এলাকার র‍েশন ডিলার সন্তোষ গোস্বামী মাঝেমধ্যে র‍েশন থেকে ব্যবহারের দিন পেরিয়ে যাওয়া আটা পরিবেশন করছেন। সাধারণ মানুষ খেয়াল না করে সেই আটা খাদ্য হিসাবে গ্রহন করছেন। ফলে পেটের অসুখ বাড়ছে। আটার প্যাকেটের উপর লেখা রয়েছে ব্যবহারের সময় সীমা এক মাস।
যে আটা সরবরাহ করা হচ্ছে সে আটা প্যাকেটজাত হওয়ার দিন থেকে ৪০-৪২ পেড়িয়ে যাওয়া। আমি এই ঘটনা লিখত ভাবে জেলা খাদ্য নিয়ামককে জানিয়েছি। ব্যবস্থা না হলে আন্দোলনে নামব। খাদ্য সামগ্রী নিয়ে এরকম ছেলে খেলা মানা যায় না। যার বিরুদ্ধে অভিযোগ সেই র‍েশন ডিলার সন্তোষ গোস্বামী জানান, আমাদের এখান থেকে এরকম আটা সরবরাহ করা হয় না। খাদ্য দপ্তর থেকে প্যাকেটজাত আটা আসে সেই আটা আমরা গ্রাহকদের দেই।
অন্য গ্রাহক দের এ অভিযোগ নাই।জানিনা কোন তথ্যের উপর ভিত্তি করে এই অভিযোগ করছেন। এনিয়ে জানতে চাওয়া হলে মালের খাদ্য দপ্তরের আধিকারিক প্রাণেশ বিশ্বাস বলেন, অভিযোগ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উপর মহলে জানান হয়েছে। তবে দিন পেরিয়ে আটা ডুয়ার্সের বিভিন্ন র‍্যাশন দোকান থেকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

BJP-র সঙ্গে যোগসূত্র রেখে CBI ঠেকাচ্ছেন মমতা : দীপা

BJP-র সঙ্গে যোগসূত্র রেখে CBI ঠেকাচ্ছেন মমতা : দীপা
Published 29-Aug-2018

রুপাহার থেকে ডালখোলা চার লেন রাস্তার কাজ দ্রুত শুরুর দাবিতে পথ সভা DYFI

রুপাহার থেকে ডালখোলা চার লেন রাস্তার কাজ দ্রুত শুরুর দাবিতে পথ সভা DYFI


২৯/০৮/১৮,ওয়েবডেস্ক:উত্তর দিনাজপির জেলার রূপাহার থেকে ডালখোলা পর্যন্ত চার লেনের রাস্তার কাজ অতি সত্ত্বর শুরু করার দাবিতে ডিওয়াইএফআই রায়গঞ্জ দক্ষিণ লোকাল কমিটি ডাকে পথ সভা অনুষ্ঠিত হলো আজ । ঐ পথ সভায় বক্তব্য রাখেন সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন,সভাপতি রাজিব হোসেন, মোহিত বর্মন প্রমুখ সহ আরো অনেকে। প্রসঙ্গত, রুপাহার থেকে মালদা যাবার চার লেন রাস্তার কাজ অনেক দিন আগে শেষ হলেও রুপাহার থেকে ডালখোলা যাবার রাস্তার কাজ বছরের পর বছর ধরে পরে রয়েছে। এই দিন পথ সভা থেকে রায়গঞ্জ দক্ষিন লোকাল কমিটি জানিয়ে দেন দ্রুত এই রাস্তা তৈরি করতে হবে। নচেৎ বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে ডিওয়াইএফআই।

শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ পলিটেকনিকের ছাত্র-ছাত্রীদের

শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ পলিটেকনিকের ছাত্র-ছাত্রীদের

0
রায়গঞ্জ : শিক্ষকদের বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামলো রায়গঞ্জ পলিটেকনিকের ছাত্র-ছাত্রীরা। ছাত্রছাত্রীদের অভিযোগ বিগত কয়েকবছর ধরেই শিক্ষকের অভাবে ব্যাহত হচ্ছে কলেজের পঠনপাঠন। তার ওপরে আচমকা একাধিক শিক্ষকের বদলিতে গুরুতর সমস্যার মুখে রায়গঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরা।

পলিটেকনিকের অধ্যক্ষ শুভদীপ চৌধুরী জানালেন, গোটা রাজ্যের বিভিন্ন পলিটেকনিকেই এই বদলির অর্ডার এসেছে। রায়গঞ্জ পলিটেকনিকে লেকচারার, জুনিয়ার লেকচারারের অভাব আছে ঠিকই কিন্তু তাই বলে ছাত্রছাত্রীদের রাস্তা অবরোধের ঘটনা কখনোই সমর্থন যোগ্য নয়।
অন্যদিকে ছাত্রছাত্রীদের আরো অভিযোগ পলিটেকনিকে অটোমোবাইল ডিপার্টমেন্টে মাত্র ২ জন লেকচারার, ১ জন জুনিয়ার লেকচারার, সিভিল ডিপার্টমেন্টে কেবলমাত্র ২ লেকচারার মেকানিকাল ১ লেকচারার ও ১ জন জুনিয়ার লেকচারার নিয়ে চলছে। তাতে পঠনপাঠনে ভীষণ অসুবিধা হচ্ছে। কাউন্সিল যতক্ষণ পর্যন্ত তাদের এই সমস্যার কোনো সমাধান না করবে ততক্ষণ এই পথ অবরোধ চলবে।

রায়গঞ্জে মিছিলের শেষে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করলো বিজেপি

রায়গঞ্জে মিছিলের শেষে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করলো বিজেপি


২৯/০৮/১৮,ওয়েবডেস্ক,রায়গঞ্জ : পঞ্চায়েত ভোট, পরবর্তী সময়ে বোর্ড গঠন ও বিভিন্ন সময়ে বিজেপি কর্মীদের উপর তৃনমূলের হামলার প্রতিবাদে রায়গঞ্জে ধিক্কার মিছিল করলো জেলা বিজেপি।মিছিল শুরু হয় শিলিগুড়ি মোড় থেকে। মিছিল শেষে বিজেপি কর্মী ও সমর্থক রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলও দাহ। বুধবার প্রায় কয়েকশো বিজেপি কর্মী সমর্থক শিলিগুড়ি মোড় থেকে মিছিল শুরু করে বিদ্রোহী মোড়ে শেষ হয়। বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী এই মিছিলে নেতৃত্ব দেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভুটভুটি ও ছোটো ছোটো গাড়ি করে বিজেপি সমর্থকদের নিয়ে আসা হয় শিলিগুড়ি মোড়ে।
বিজেপির জেলা সম্পাদক এই দিন অভিযোগ করেন, মঙ্গলবার ইটাহার গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে বিজেপি সংখ্যা গরিষ্ঠতা লাভ করার পর তৃনমূল বোমা গুলি নিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। বিজেপি কর্মীদের ব্যাপক মারধরও করা হয়। আজ এরই প্রতিবাদে এই ধিক্কার মিছিল।

পথ অবরোধ করলো রায়গঞ্জ পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা

পথ অবরোধ করলো রায়গঞ্জ পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা


২৯/০৮/১৮, ওয়েবডেস্কঃ একেই শিক্ষকের অভাবে পঠন পাঠন ব্যাহত তারপর হঠাৎ করেই একাধিক শিক্ষক বদলির নির্দেশ। বদলির খবর বাইরে আসতেই রায়গঞ্জ পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদে রাস্তা অবরোধে করে বিক্ষোভে নামে আজ। ছাত্র ছাত্রীদের অভিযোগ বহু দিন ধরেই কলেজে শিক্ষকের সমস্যা। তারা আরো জানান, অটোমোবাইল ডিপার্টমেন্টে মাত্র ২ জন লেকচারার, ১ জন জুনিয়ার লেকচারার, সিভিল ডিপার্টমেন্টে কেবলমাত্র ২ লেকচারার মেকানিকাল ১ লেকচারার ও ১ জন জুনিয়ার লেকচারার নিয়ে চলছে। যার ফলে ক্লাস ঠিক ঠাক হতে সমস্যা। তারপর হঠাৎ করে এত জন শিক্ষককে একসাথে বদলি করলে কলেজে পড়াশুনা একেবারেই বন্ধ হয়ে যাবে।
এই দিন পলিটেকনিকের অধ্যক্ষ শুভদীপ চৌধুরী জানান, রাজ্যের প্রায় সকল পলিটেকনিক কলেজে এই বদলির অর্ডার এসেছে। রায়গঞ্জ পলিটেকনিক কলেজে লেকচারার, জুনিয়ার লেকচারারের অভাব আছে এটা ঠিকই কিন্তু তাই বলে ছাত্রছাত্রীরা পথ অবরোধ করবে এটা মানা যায় না।
অন্যদিকে আন্দোলনরত ছাত্র ছাত্রীরা বলেন, কাউন্সিল যতক্ষণ পর্যন্ত তাদের এই সমস্যার কোনো সমাধান না করবে ততক্ষণ এই পথ অবরোধ হয়ে থাকবে।

স্কুলের শিক্ষকরা ব্যস্ত ভোটের কাজে, লাটে উঠতে চলেছে পড়াশোনা

স্কুলের শিক্ষকরা ব্যস্ত ভোটের কাজে, লাটে উঠতে চলেছে পড়াশোনা


মালবাজার : জুনিয়র হাইস্কুলে শিক্ষক মাত্র ৩ জন। তার মধ্যে দুজনকে ভোটের কাজে লাগানো হয়েছে। প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেন বলে অভিযোগ। এরকম পরিবেশে স্কুলের ৬০ জন ছাত্র স্কুল অভিমুখি হচ্ছে না। পঠনপাঠন শিকোয় উঠতে চলছে।বুধবার স্কুলে গিয়ে দেখা গেল দুজন সহ শিক্ষক রয়েছেন। আগামীকাল থেকে এই দুই সহ শিক্ষক ভোটের কাজে চলে যাবেন। তারপর স্কুল প্রায় শিক্ষক হীন হয়ে পড়বে।

তখন পঠনপাঠন থেকে মিড-ডে মিল কারা দেখাশোনা করবে? এই আশঙ্কায় ছাত্র-ছাত্রীরা স্কুলের দিকে যাচ্ছে না। স্কুলে দুই সহ শিক্ষক বিনোদ লামা ও দীপক পাশোয়ান বলেন, আমাদের দুইজনের মধ্যে একজনকে মিড-ডে মিল ও অন্য জনকে কন্যাশ্রী, স্বাস্থ্য সহ অন্যান্য বিষয় দেখতে হয়। প্রধান শিক্ষক নিয়মিত আসেনা। স্কুলে বিভিন্ন তহবিল, খরচ, আয়ব্যয় সহ অন্যান্য বিষয় দেখাশোনা করেন না। আগামীকাল থেকে ভোটের কাজে ব্যাস্ত থাকতে হবে।স্কুল কিভাবে চলবে জানিনা।
আমরা এর আগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন মহলে জানিয়েছি। পাশের শ্রমিক বস্তির ষষ্ঠ শ্রেণীর ছাত্র জানায়, শিক্ষকরা বলেছে আগামীকাল থেকে তারা স্কুলে আসবে না। তাই আমরা স্কুলে যাইনি। স্থানীয় এক অভিভাবক জানায়, এই স্কুলে শিক্ষকদের মধ্যে পরস্পর মিল নেই। কেউই ঠিকমতো স্কুলে আসেনা। যার জন্য ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে চায় না। এনিয়ে জানতে চাওয়া হলে মালের বিডিও ভুশন শেরপা বলেন, ছাত্ররা কি কারনে স্কুলে যায়নি সেটা খোজ নিচ্ছি। তবে শিক্ষকরা উদ্দেশ্য প্রনদিত ভাবে এসব করাচ্ছে। ভোটের কাজে বহু শিক্ষককে নেওয়া হয়েছে। তারা ভোটের কাজ ও শিক্ষকতা দুটো কাজ করবে। ওই স্কুলের সম্পর্কে খোজ নিন দেখবেন বহু অনিয়ম পাবেন। স্কুল যাতে বন্ধ না হয় সেদিক দেখব।

রায়গঞ্জে বিজেপির ধিক্কার মিছিল এবং বিক্ষোভ

রায়গঞ্জে বিজেপির ধিক্কার মিছিল এবং বিক্ষোভ

রায়গঞ্জঃ ইটাহারে গ্রামপঞ্চায়েত গঠন নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাস ও বিজেপি কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে এবং রাজ্যে বিজেপি কর্মীদের খুনের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। প্রায় হাজার খানেক বিজেপি কর্মী সমর্থক রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে মিছিল শুরু করে রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে বিদ্রোহী মোড়ে শেষ হয়।
বিজেপির এই ধিক্কার মিছিলের নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী। মিছিল শেষে বিদ্রোহী মোড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে বিজেপি কর্মীরা। গতকাল ইটাহারে ইটাহার গ্রামপঞ্চায়েত গঠন ও প্রধান নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ, বোমাবাজির ঘটনা ঘটে।

বিজেপির অভিযোগ, বিজেপি দলের সংখ্যা গরিষ্ঠতা থাকা সত্বেও তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে বোর্ড দখলের চেষ্টা করেছিল। বিজেপির কর্মীদের ব্যাপক মারধর করে। এই ঘটনার প্রতিবাদে আজ রায়গঞ্জ শহরে ধিক্কার মিছিল করে উত্তর দিনাজপুর জেলা বিজেপি। বিজেপির এই ধিক্কার মিছিলকে ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যাবস্থা করা হয়েছিল।

Tuesday, August 28, 2018

গনি খান চৌধুরী বিশ্ববিদ্যালয়ে বিটেক কোর্সে মান্যতা ও অনুমোদনের দাবিতে আমরণ অনশন পড়ুয়াদের

গনি খান চৌধুরী বিশ্ববিদ্যালয়ে বিটেক কোর্সে মান্যতা ও অনুমোদনের দাবিতে আমরণ অনশন পড়ুয়াদের

0
সাদ্দাম হোসেন, টিডিএন বাংলা, মালদা: মালদার গনিখান চৌধুরী ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে ১৫ দিন ধরে বিটেক কোর্সের অনুমোদন ও মান্যতার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা। কয়েকদিন ধরে আন্দোলনের পরেও কর্তৃপক্ষের তরফে কোনো রকম  আশ্বাস না পাওয়ায় বাধ্য হয়ে আবারও ছাত্রছাত্রীরা ১৮ই মে থেকে অনশনে বসেছে বলে জানা গিয়েছে। আজ তাদের অনশনের পঞ্চমদিন।
গত ১২ ই মে কলকাতার মাওলানা আবুল কালাম আজাদ উনিভার্সিটি টেকনোলজির পরিদর্শক দল গনিখান চৌধুরী ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে আসেন এবং ১৪ ই মে তারা লিখিত ভাবে গনিখান বিশ্ববিদ্যালয় কে অনুমোদন প্রদান করলেও পুরোনো ব্যাচের ছাত্রছাত্রী যারা বিটেক পাস  করেছে অথবা যাদের সেশন দেরিতে হওয়ায় ডিপ্লোমা পাশের পর বিটেক এ গনিখানেই ভর্তি নেওয়া হবে বলে জানানো হয়েছিল। তাদের ব্যাপারে  মাওলানা আবুল কালাম আজাদ উনিভার্সিটি টেকনোলজি কোনো কথা বলেনি বলে দাবি করেন ছাত্রছাত্রীরা।
এদিকে গতরাতে হটাৎ তীব্র গরম  ৪দিন ধরে অনশন করায়  তাপস মন্ডল ও ওয়াসিম হায়দার নামের দুইজন অনশনকারী অসুস্থ হয়ে পড়ে, তাদের প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হওয়ায় মালদা মেডিক্যাল কলেজে  ভর্তি করা করা হয়।
এতকিছুর পরেও কলেজ কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন। কলেজ সূত্রে জানা গেছে তিনি দিল্লি গেছেন। তবে গোপীনাথ, রুমন, আব্দুল কাইয়ুম ছাত্রছাত্রীদের অভিযোগ তাদের কে ডিরেক্টর ভর্তি না নেওয়ার জন্যেই টালবাহানা খেলছেন।তিনি ছাত্রছাত্রীদের দাবি পূরনে ব্যর্থ হওয়ায় নিজের গাফিলতি ঢাকতে দিল্লি যাওয়ার গল্প রচিত করছেন।
অনশনকারী ছাত্রদের মধ্যে জিএস সাইন জিহাদির  অভিযোগ,  ২০১৫ সাল থেকে তারা আন্দোলন করে আসছে বিটেক অনুমোদনের জন্যে কিন্তু কর্তৃপক্ষ তাদেরকেই চক্রান্ত করে বঞ্চিত করে, তাদেরকে না দিচ্ছে বৈধ সার্টিফিকেটে না নিচ্ছে তাদেরকে বিটেকের  দ্বিতীয় বর্ষে  ভর্তি। ফলে তাদের ভবিষ্যৎ বিশবাঁও জলে। কর্তৃপক্ষ জনসাধারণকে ভুল বুঝানোর জন্যে প্রচার করছে যে অনুমোদন হয়েছে কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। অনুমোদন হলেও সেটা সম্পূর্ণ নতুনভাবে ৪ বছরের বিটেক কোর্সের । ভর্তি প্রক্রিয়ার জন্যে পুরোনো নিয়ম অনুসারে সেখানে ডিপ্লোমার পর ৩ বছরের বিটেক এর কোনো জায়গা নেই। এভাবেই অনুমোদনের বিজ্ঞাপনের আড়ালে পুরোনো ছাত্রছাত্রীদের পড়াশুনার জীবনকে চুপিসারে খুন করছে। বিটেক কোর্সে দ্বিতীয় বর্ষে সমস্ত ব্রাঞ্চের পুরোনো ছাত্রছাত্রীদের ভর্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলেও অনশনকারীদের পক্ষ থেকে জানানো হয়।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভূতের আতঙ্

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভূতের আতঙ্ক

রায়গঞ্জ : রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে ভূতের আতঙ্ক ছড়ায় মঙ্গলবার রাতে। এদিন রাত ১২ টা নাগাদ দরজা ভাংগার মতন বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের দুই নৈশ প্রহরী। দরজা ভাঙার শব্দ পেলেও কাছে গিয়ে দেখেন কিছুই নেই। খবর দেওয়া হয় উপাচার্য অনিল ভুইঁমালিকে। তিনি বিশ্ববিদ্যালয়ে এসে বিকট আওয়াজ শুনতে পান। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে।
তারা এসে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কিছু না পেয়ে ফিরে যান। তারা কোনো বিকট আওয়াজ শুনতে পাননি। এদিকে রাতেই ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। খবর যায় ছাত্র-ছাত্রী আবাসনে। ছাত্ররা ভীড় করেন বিশ্ববিদ্যালয়ের গেটে। জানা গিয়েছে, এদিন রাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে নাইট ডিউটি করছিলেন নৈশপ্রহরী নারায়ন সাহা ও তার সংগী।

রাত ১২ টা নাগাদ রসায়ন বিভাগের সামনে বিকট আওয়াজ শুনতে পান তারা। ঘটনাস্থলে গিয়ে দেখেন কিছুই নেই। ফিরে আসার পর আবার সেই বিকট আওয়াজ। তারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় উপাচার্য ড.অনিল ভুইঁমালিকে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। তিনিও সেই বিকট আওয়াজ শুনতে পান। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। কিন্তু তারা এসে বিভিন্ন জায়গা তল্লাশি চালিয়ে কিছু না পেয়ে ফিরে যান।

আতঙ্ক ছড়ায় বিশ্ববিদ্যালয় জুড়ে। বুধবার জরুরী মিটিং এ উপাচার্য ব্যস্ত থাকায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এধরনের ভৌতিক ঘটনার কথা স্বীকার করেনি বিজ্ঞান মঞ্চের সদস্যরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক তৈরি করতেই কেউ বা কারা এ ঘটনা ঘটিয়েছে।

ইঞ্জিনিয়ারিং কলেজে ব়্যাগিংয়ের অভিযোগ, হস্টেল থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

ইঞ্জিনিয়ারিং কলেজে ব়্যাগিংয়ের অভিযোগ, হস্টেল থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

Published by: Tanumoy Ghosal |    Posted: August 24, 2018 
দিব্যেন্দু মজুমদার, হুগলি: বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ফের ব়্যাগিংয়ের অভিযোগ। দ্বিতীয় বর্ষের এক ছাত্রের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল হুগলির গুপ্তিপাড়ায়। কলেজের হস্টেল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের লোকের অভিযোগ, ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে নিয়মিত ব়্যাগিং করা হত ওই পড়ুয়াকে। মদ ও গাঁজা খেতে রাজি না হওয়ার তাঁকে একঘরে করে দিয়েছিলেন সিনিয়র ছাত্ররা। মৃতের দুই সহপাঠীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বাড়ির লোকেরা। তদন্তে বলাগড় থানার পুলিশ।
হাওড়ার আন্দুলে বাড়ি সুমন কর্মকারের। বরাবরের মেধাবী ছাত্র। উচ্চমাধ্যমিকের পর হুগলির গুপ্তিপাড়ার সরোজমোহন ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ভরতি হয়েছিলেন সুমন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। থাকতেন কলেজের হস্টেলে। হস্টেলের অন্য পড়ুয়াদের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যে থেকে নিজের ঘরেই ছিলেন সুমন। দরজা বাইরে থেকে বন্ধ ছিল। রাতে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন তাঁরা। কিন্তু, পুলিশ আসার আগেই সুমন কর্মকারের ঘরের দরজা ভেঙে ফেলেন হস্টেলের আবাসিক। দেখা যায়, সিলিং থেকে ঝুলছেন সুমন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বলাগড় থানার পুলিশ।
এদিকে ছেলের মৃত্যুর জন্য কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সুমন কর্মকারের পরিবারের লোকেরা। তাঁদের অভিযোগ, হস্টেলে নিয়মিত সুমনকে ব়্যাগিং করতেন তাঁর দুই সহপাঠী। মদ ও গাঁজা খেতে রাজি না হওয়া হস্টেলে তাঁকে রীতিমতো একঘরে করে দেওয়া হয়েছিল। পরিবারের লোকেদের দাবি, কলেজ হস্টেলে ব়্যাগিংয়ের কথা তাঁদের জানিয়েওছিলেন সুমন। ছেলেকে পেয়িং গেস্ট রাখার ব্যবস্থা করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু দিন কয়েক পরে সুমনই আবার জানিয়েছিলেন, হস্টেলে সহপাঠীদের সঙ্গে সমস্যা মিটে গিয়েছে। গুপ্তিপাড়া সরোজমোহন ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ কর্তৃপক্ষ ও সুমন কর্মকারের দুই সহপাঠীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের লোকেরা। তদন্তে বলাগড় থানার পুলিশ

করনদীঘি ব্লকের দুটি পঞ্চায়েতে তৃণমূল ও বিজেপির বোর্ড গঠন

করনদীঘি ব্লকের দুটি পঞ্চায়েতে তৃণমূল ও বিজেপির বোর্ড গঠন


কল্যান ব্যানার্জী, করনদীঘিঃ করনদীঘি ব্লকের দোমোহনা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস।শুক্রবার দোমোহনা গ্রাম পঞ্চায়েতে শাসক দলের প্রধান ও উপপ্রধান নির্বাচিত হবার পর করনদীঘি ব্লক টিএমসি সভাপতি সুভাষ সিংহ ও ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অাজাদ অালির নেতৃত্বে এক বিজয় মিছিল পুরো এলাকা পরিক্রমা করে।
তৃণমূল কংগ্রেসের দোমোহনা অঞ্চল সভাপতি মহম্মদ অালতাব হোসেন জানিয়েছেন, দোমোহনা গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হয়েছেন ভুলকির বাসিন্দা অাসরাফুল হক ও উপপ্রধান হয়েছেন সাতভেটির অর্চনা দাস। এই গ্রাম পঞ্চায়েতে সড়ক নির্মান ও সংস্কার, বিশুদ্ধ পানীয় জল, শিক্ষার প্রসার সহ উন্নয়নের জোয়ার অানা হবে।
সূত্র থেকে জানা গেছে, ২৭ অাসন বিশিষ্ট দোমোহনা গ্রাম পঞ্চায়েতে টিএমসির সদস্য ১৪, বিজেপির ৯ ও বাম কংগ্রেস জোটের ৪ জন সদস্য রয়েছেন। একজন জোট সদস্য তাদের দলে যোগ দিয়েছেন ও জোট সদস্যা রেনুকা খাতুন বাইরে থেকে তাদের সমর্থন জানিয়েছেন বলে দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। অন্যদিকে লাহুতোড়া ২ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি।
এদিন প্রধান ও উপপ্রধান নির্বাচিত হবার পরেই বিজেপি নেতা কর্মীরা গেরুয়া অাবির মেখে বিজয় উৎসবে মাতেন। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক নিখিল সরকার জানিয়েছেন, লাহুহোড়া ২ গ্রাম পঞ্চায়েতে সাবিনা সিংহ প্রধান ও সুরেন্দ্রনাথ সিংহ উপপ্রধান নির্বাচিত হয়েছেন। এই পঞ্চায়েতে সবকা সাথ,সবকা বিকাশ কে সামনে রেখে উন্নয়ন করা হবে।
গ্রামের রাস্তা, পানীয় জল সহ মানুষের চাহিদাকে গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ অাসন বিশিষ্ট লাহুতোড়া ২ গ্রাম পঞ্চায়েতে বিজেপির ৯, তৃণমূল কংগ্রেসের ৪, বাম কংগ্রেস জোটের ৩ টি অাসন রয়েছে। এই পঞ্চায়েতের নব নির্বাচিত প্রধান সাবিনা সিংহের স্বামী বেলন সিংহ ভূতপূর্ব প্রধান ছিলেন।

সব রোগীকে এক সিরিঞ্জ থেকে ইনজেকশন, মৃত১ অসুস্থ ২৫

সব রোগীকে এক সিরিঞ্জ থেকে ইনজেকশন, মৃত১ অসুস্থ ২৫


ওয়েব ডেস্ক,২৮/০৮/২০১৮:হাসপাতালে একই সিরিঞ্জ ব্যবহার করে ইনজেকশন দেওয়ায় মারা গেলেন একজন রোগী সাথে গুরুতর অসুস্থ আরো ২৫জন রোগী।ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দাতিয়া জেলায়।হাসপাতালের চিকিৎসক পি কে শর্মা সংবাদমদধ্যম কে জানিয়েছেন,কর্তব্যরত নার্সরা একই সিরিঞ্জ সব রোগীর ক্ষেত্রে ব্যবহার করার পাশাপাশি ডিস্টিলড জলের পরিবর্তে সাধারণ জল ব্যবহার করে রোগীদের ইনজেকশন প্রদান করার কারনে এই ঘটনা ঘটেছে।”পুলিশ প্রশাসন অভিযোগের সত্যতা স্বীকার করে জানিয়েছে এই বিষয়ে এরমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের জন্য মেডিক্যাল রিপোর্টের অপেক্ষায় রয়েছে।

বাহিনে গ্রাম পঞ্চায়েত গঠন করল তৃণমূল

বাহিনে গ্রাম পঞ্চায়েত গঠন করল তৃণমূল

রায়গঞ্জ : রায়গঞ্জ ব্লকের ৮ নং বাহিন গ্রাম পঞ্চায়েত গঠন করল তৃণমূল। মঙ্গলবার ছিল বোর্ড গঠনের দিন।বিজেপি বোর্ড গঠনের ব্যাপারে আশাবাদী থাকলেও শেষ পর্যন্ত পঞ্চায়েত সমিতির নির্দল সদস্য মানস ঘোষের নেতৃত্বে বোর্ড গঠন করল তৃণমূল। ২৪ আসন বিশিষ্ট বাহিন পঞ্চায়েতে এবার ত্রিশঙ্কু হয়েছিল। তৃণমূল পেয়েছে ৯, বিজেপি ৭, কংগ্রেস ৪, নির্দল ৪ এবং সিপিএম ১ আসন পেয়েছিল।
আজ বোর্ড গঠনের সময় ভোটাভুটি হলে দেখা যায় তৃণমূলের আব্দুল কাদের ও চিত্ত রঞ্জন দাস ১৫-৯ ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করে প্রধান ও উপ প্রধান নির্বাচিত হন। মানস বাবু জানান, মা- মাটি- মানুষের জয় হয়েছে। আগামী দিনে এলাকায় শক্ত সংগঠন গড়ে তুলে এলাকার উন্নয়নে জোড় দেওয়া হবে।