Tuesday, September 18, 2018

রোগীর আত্মীয়কে হাসপাতাল নিরপত্তা কর্মীর মারধোরের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য

রোগীর আত্মীয়কে হাসপাতাল নিরপত্তা কর্মীর মারধোরের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য

মালবাজার : হাসপাতালে ভর্তি এক রোগীকে রাতের খাবার দিতে এসে হাসপাতালের কর্তব্যরত নিরপত্তা কর্মীদের হাতে বেধড়ক মার খেয়ে জখম হলেন রোগীর এক আত্মীয়। এমনটাই অভিযোগ রোগীর ওই আত্মীয়ের।ঘটনাটি ঘটেছে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। মালবাজার শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন।তার জামাইবাবু এন্দাদুল হক শারীরিক অসুস্থতা নিয়ে মাল হাসপাতালের মেল ওয়ার্ডে ভর্তি।
সোমবার রাত ৮ টা নাগাদ জাকির হোসেন তাকে রাতের খাওয়ার পৌঁছে দিতে আসে। তার কাছে এটেন্ডেন্ট কার্ড থাকা সত্বেয় তাকে খাওয়ার নিয়ে ওয়ার্ডে ঢুকতে দেয়নি নিরপত্তা কর্মী রবিউল আলম ও অন্য দুই নিরাপত্তা কর্মী। জাকির প্রতিবাদ করলে ওই তিন নিরাপত্তা কর্মী তাকে ভিতরে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধোর করে এবং তাদের সাথে থাকা ধাতব ব্যাচ দিয়ে জাকিরের হাত পা কেটে দেয় বলে অভিযোগ। জাকির সমস্ত ঘটনা জানিয়ে সোমবার রাতেই মাল থানায় অভিযোগ করে। পুলিশ পরে রবিউলকে আটক করে।
এনিয়ে রবিউল জানায়,ওরা রাতে নেশা করে এসেছিল। নিয়মানুযায়ী নেশাগ্রস্থ ব্যাক্তিকে হাসপাতালে ঢুকতে দেওয়া মানা আছে।তাই ঢুকতে না দিলে ওরা চিৎকার শুরু করে। তখন ওদের সরিয়ে দেওয়া হয়।মারধোর করা হয়নি। এনিয়ে মালের মেডিকেল সুপার মাসুদ আলি বলেন, এরকম ঘটনার কথা শুনেছি।আমার কাছে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। এলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment