ওয়েব ডেস্ক : অবশেষে আসল সত্যিটা ধরা পড়ল বলে অনুমান বিদ্যজনেদের একাংশের ৷এতদিন এটা অনুমানের ভিত্তিতে ছিল , এখন বিজয় মালিয়ার মুখ থেকেই শোনা যাচ্ছে , এর জন্য রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি ৷
আসল ঘটনাটা কি ?বিদেশের মাটিতে বসে দেশে বোমা ফাটালেন বিজয় মালিয়া৷ নয় হাজার কোটি টাকা ঋণখেলাপে অভিযুক্ত লিকার ব্যারনের চাঞ্চল্যকর স্বীকারোক্তি, দেশ ছাড়ার আগে অরুণ জেটলির সঙ্গে বৈঠক করেন তিনি৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে সব কিছু মিটমাট করে নিতে চেয়েছিলেন মালিয়া৷ লন্ডনে আদালতের বাইরে সাংবাদিকদের এমনটাই জানান তিনি৷মালিয়া এদিন সাংবাদিকদের বলেন, ‘‘দেশ ছাড়ার আগে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করি৷ মিটমাটের প্রস্তাব দিয়েছিলাম৷’’ পলাতক মালিয়ার এই মন্তব্যের পরই তোলপাড় জাতীয় রাজনীতি৷ হাতে এমন গরম ইস্যু পেয়ে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরে বিরোধীরা৷ ট্যুইট করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লেখেন, অরুণ জেটলিকে এর জবাব দিতে হবে৷ আর প্রধানমন্ত্রীও নিশ্চয়ই সেই বৈঠকের কথা জানতেন৷ এতো দিন রাফায়েল নিয়ে বিরোধীরা মুখর ছিল , এবার আরও একটা হাতিয়ার পেয়ে গেল তারা , বিদ্যজনেদের একাংশের দাবি এ নিয়ে তোলপাড় হবে ভারতীয় রাজনীতি ৷