Saturday, September 1, 2018

বিশালাকৃতি একটি কচ্ছপ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য এলাকায়

বিশালাকৃতি একটি কচ্ছপ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য এলাকায়

0
 কোচবিহার : বিশালাকৃতি একটি কচ্ছপ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। কোচবিহার ১ নং ব্লকের পাণিশালা গ্রামে এক বাড়ির কলের পাড় থেকে উদ্ধার হয়। জানা গিয়েছে, শনিবার ভোর সাড়ে ৫ টা নাগাদ সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা নারায়ন দাস কচ্ছপটিকে নিজের বাড়ির কল পাড়ের সামনে দেখতে পান। এরপর তিনি কচ্ছপটিকে ধরে স্থানীয় ক্লাব ঘরে রাখেন। কচ্ছপ দেখতে এলাকার উৎসাহী মানুষ ভিড় জমাতে থাকেন।
গ্রামের বাসিন্দাদের অনুমান পাশে থাকা ছড়ার থেকে সম্ভবত কচ্ছপটি উঠে এসেছে। এরপর ক্লাবের পক্ষ থেকে পুলিশ ও বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। জানা গিয়েছে, কচ্ছপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বাসিন্দা নারায়ন দাস বলেন, এদিন “ভোর পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে টিউবওয়েলের পাড়ে গেলে কচ্ছপটিকে দেখতে পাই। সেটি সেখানে হেঁটে বেড়াচ্ছিল। এরপর সেটাকে ধরি। গ্রাম পঞ্চায়েতকে খবর দিয়েছি। ওরা এসেছে বন দপ্তরে খবর দেন। আমরা জানি এটা ঠাকুরের জিনিস, তাই বন দপ্তরে জানিয়েছি।”

No comments:

Post a Comment