Friday, September 14, 2018

হেমতাবাদে তৃণমূলের দখলে চৈনগর গ্রাম পঞ্চায়েত

হেমতাবাদে তৃণমূলের দখলে চৈনগর গ্রাম পঞ্চায়েত

হেমতাবাদঃ ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া চৈনগর গ্রাম পঞ্চায়েত দখল নিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার দুপুরে চৈনগর গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে পঞ্চায়েত নির্বাচনে জয়ী সদস্যদের নিয়ে এক ভোটাভুটিতে গ্রাম পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন মহিষাগাও বুথের তৃণমূলের জয়ী প্রার্থী নিরুপা বর্মন এবং উপ প্রধান নির্বাচিত হন চৈনগর বুথের তৃণমূলের জয়ী প্রার্থী মকলেশা খাতুন।
উল্লেখ্য, ১৩ জন সদস্য নিয়ে গঠিত হেমতাবাদ ব্লকের চৈনগর গ্রাম পঞ্চায়েত। এবছর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল থেকে ৭ জন, বিজেপি থেকে ৪ জন কংগ্রেস থেকে ২ জন সদস্য জয়ী হন। পরে কংগ্রেসের এক সদস্য তৃণমূলে যোগদান করে। এদিন চৈনগর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধাণ ও উপ প্রাধান হওয়ায় আনন্দ উৎসবে মেতে ওঠেন তৃণমূল নেতা, কর্মী, সমর্থকেরা। গ্রাম পঞ্চায়েত গঠনকে কেন্দ্র করে এলাকায় অপ্রীতিকর ঘটনা রুখতে এলাকায় হেমতাবাদ থানার ওসি বিশ্বনাথ মিত্রের নেতৃত্বে ছিল কড়া পুলিসি নিরাপত্তা।

No comments:

Post a Comment