Thursday, September 6, 2018

মর্যাদার সাথে স্বামী বিবেকানন্দর চিকাগো সম্মেলনের বক্তৃতার ১২৫ বৎসর পূ্র্তি উদযাপন


মর্যাদার সাথে স্বামী বিবেকানন্দর চিকাগো সম্মেলনের বক্তৃতার ১২৫ বৎসর পূ্র্তি উদযাপন

গঙ্গারামপুরঃ মর্যাদার সাথে স্বামী বিবেকানন্দর চিকাগো সম্মেলনের বক্তৃতার ১২৫ বৎসর পূ্র্তি উদযাপন করাহল মোস্তাফাপুর এ.সি হাইস্কুলে। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত গঙ্গারামপুর উওর চক্রের পরিচালনায় বৃহস্পতিবার সকাল ১০টা ৩০মিনিট নাগাত প্রদীপ প্রজ্জলন এবং উদবোধনী বক্তব্যে মধ্যেদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর উওর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শন সুনীল কুমার দাস, মোস্তফাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক দীপন রায় চৌধুরী সহ বিশিষ্ট জনেরা।
এদিন উওর চক্রের অন্তর্গত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, জুনিয়র হাইস্কুল, মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে স্বামী বিবেকানন্দের চিকাগো ভাষণ এর উপরে ক্যুইজ, প্রবন্ধ রচনা, বিতর্ক, বসে আঁকো প্রতিযোগীতার আয়োজন করাহয়েছিল। এবিষয়ে গঙ্গারামপুর উওর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুনীল কুমার দাস জানান, ভারতবর্ষের ধর্মীয় ঐতিহ্য ও পরম্পরা নিয়ে স্বামীজি যে বক্তব্য রেখেছিলেন আজও তা সমান ভাবে প্রাসঙ্গিক।
অন্যদিকে দক্ষিন দিনাজপুর জেলার তপন ব্লকের অন্তর্গত তপন পূর্ব চক্রের বালাপুর হাইস্কুল স্বামী বিবেকানন্দর চিকাগো সম্মেলনের বক্তৃতার ১২৫ বৎসর পূ্র্তি উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগীতায় ভালো ফল করেছে। প্রতিযোগীতায় অংশ নেওয়া  বিদ্যালয় পড়ুয়াদের মধ্যে ৮ জন ছাত্র-ছাত্রী প্রথম তিনে স্থান অধিকার করেছে। যার মধ্যে বিতর্ক প্রতিযোগীতায় (নবম-দ্বাদশ)প্রথম হয়েছে বিশ্বজিৎ রবিদাস, প্রবন্ধ প্রতিযোগীতায়(নবম-দ্বাদশ)প্রথম হয়েছে জয়দেব শীল। এবিষয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অনিমেষ বিশ্বাস, সজল মজুমদার, সোমা পাল, প্রদীপ মাহাতো, অনিরুদ্ধ চক্রবর্তী-রা জানান, পড়াশুনার পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যাবলির বিষয়েও বিদ্যালয়ের পড়ুয়াদের সমান ভাবে উৎসাহ দেওয়া হয়ে থাকে ।আজকের এই  সফলতা তারই ফল।

No comments:

Post a Comment