Tuesday, September 18, 2018

রায়গঞ্জের ১২ নং বরুয়া অঞ্চলে ডেঙ্গি আক্রান্ত এলাকায় স্বাস্থ্য দফতরের দল

রায়গঞ্জের ১২ নং বরুয়া অঞ্চলে ডেঙ্গি আক্রান্ত এলাকায় স্বাস্থ্য দফতরের দল

রায়গঞ্জ : পূজোর মরশুমে ডেঙ্গির দেখা মেলায় আতংক ছড়িয়েছে রায়গঞ্জের ১২নং বরুয়া অঞ্চলের রায়পুরের পার্শ্ববর্তী এক আদিবাসী পাড়ায়। জানা গিয়েছে,একসাথে ঐ এলাকায় ১২জন ব‍্যাক্তি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ঘটনার খবর জানাজানি হতেই  রায়গঞ্জের বি.ডি.ও অনুরাধা লামার নির্দেশে স্বাস্থ্য দফত রের টিম আজ যায়।
ভি.আর.পি দের ভি.বি.ডি. ও ভি.সি.টি টিম এবং এ.এন.এম ও আশা কর্মীদের টিম ঐ এলাকায় গিয়ে পরিদর্শন করে এলাকার মানুষকে সচেতন করে। ডেঙ্গি আক্রান্ত এলাকায়  ব্লিচিং ও চুন ছিটিয়ে দেওয়া হয় এবং জমা জল পরিস্কার করা হয়। সেইসাথে সাধারন মানুষের রক্ত পরীক্ষা করেন স্বাস্থ্য দফতরের কর্মীরা।

No comments:

Post a Comment