Tuesday, September 18, 2018

ইসলামপুরে শিশু পাচারকারী সন্দেহে ধৃত২,উদ্ধার ৫শিশু

ইসলামপুরে শিশু পাচারকারী সন্দেহে ধৃত২,উদ্ধার ৫শিশু


ওয়েব ডেস্ক,১৮/৯/২০১৮:ইসলামপুর :- বিহার থেকে অসমে শিশু পাচারের আগেই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে সিভিক ভলেন্টিয়ার ও ট্রাফিক পুলিশের হাতে পাচারকারী ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । জানা গিয়েছে, বিহারের সমস্তিপুর এলাকা থেকে পাঁচ শিশুকে আসাম নম্বরের একটি ম্যাটাডোরে করে ত্রিপল দিয়ে ঢেকে অসম নিয়ে যাওয়া হচ্ছিল। ইসলামপুরের চৌরঙ্গী মোড় এলাকায় কর্তব্যরত ট্রাফিকের সিভিক ভলেন্টিয়াররা গাড়িটিকে আটকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে পড়ে চক্রের হদিশ। গাড়ির চালক ও সাথে থাকা ব্যাক্তি প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারায় ইসলামপুর থানার পুলিশ তাঁদের ও গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইসলামপুর থানার আইসি রাজেন ছেত্রী বলেন, বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্ভবত শিশু পাচার চক্র হতে পারে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। এই ঘটনার জেরে ইসলামপুর জুড়ে আলোড়ন ছাড়িয়ে পড়ে।

No comments:

Post a Comment