Saturday, September 1, 2018

সোনা জয়ী স্বপ্নার বাড়িতেই যেন মিডিয়া সেন্টার, কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে গেলেন শুভেচ্ছা

সোনা জয়ী স্বপ্নার বাড়িতেই যেন মিডিয়া সেন্টার, কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে গেলেন শুভেচ্ছা

উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহর থেকে কিছুটা দূরে পাটকাটা ঘোষ পাড়া আর এই ঘোষ পাড়া তেই তৈরি হয়েছে এশিয়ান গেমসে সোনা জয়ী স্বপ্না বর্মন। যদিও স্বপ্না সহ কোনো ভারতীয় দলের খেলোয়াড় এখনো পা রাখেনি দেশের মাটিতে তবে ইতিমধ্যেই সপ্নার বাড়িতে প্রতিনিয়ত আসছেন মন্ত্রী থেকে বড় আমলাদের কনভয়। আর সেই খবর সংগ্রহ করবে না মিডিয়া তাকি হয়।

স্বাভাবিক ভাবেই স্বপ্না যে উঠোনে ছোট বেলায় লাফালাফি করতো সেই উঠোনের এক কোনায় এক প্রকার মিডিয়া সেন্টারেই খুলে ফেলেছেন জলপাইগুড়ি থেকে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করা সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা। শনিবার স্বপ্নার বাড়িতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী এস এস আলুওয়ালিয়া তিনি বাড়ির উঠোনে বসেই স্বপ্নার মার সঙ্গে ফোনে কথা বলিয়ে দেন কেন্দ্রীয় ক্রিয়া মন্ত্রী রাজবর্ধন সিং রাঠোরের সঙ্গে।

কেন্দ্রীয় ক্রিয়া মন্ত্রী স্বপ্নার এই সাফল্যের জন্য এক কালীন তিরিশ লক্ষ টাকা উপহার হিসেবে দিলেন বলে জানিয়েছেন। ওপর দিকে দার্জিলিংয়ের সাংসদ এস এস আলুওয়ালিয়া জানিয়েছেন জাকার্তা থেকে এই দলটি দেশে ফিরলে দার্জিলিংয়ে নিয়ে গিয়ে স্বপ্না বর্মনকে সংবর্ধনা দেওয়া হবে।

No comments:

Post a Comment