Wednesday, September 19, 2018

বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বয়ঃসন্ধিকালীন সমস্যা সংক্রান্ত সচেতনতা শিবির

বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বয়ঃসন্ধিকালীন সমস্যা সংক্রান্ত সচেতনতা শিবির

রায়গঞ্জ : বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বয়ঃসন্ধিকালীন ও রজঃস্রাব সমস্যা সংক্রান্ত বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল দেবীনগর কৈলাস চন্দ্র রাধারানী বিদ্যাপীঠে। বুধবার বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্রীদের নিয়ে এই সচেতনতা শিবিরটি অনুষ্ঠিত হয়। একটি মাল্টি ন্যাশনাল ওষুধ কোম্পানি এই সচেতনতা শিবিরের আয়োজন করেছিল।

কোম্পানির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্য জুড়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির পক্ষে রাজা দাস। চিকিৎসক মৌমিতা বিশ্বাস মজুমদার এদিন ছাত্রীদের বয়ঃসন্ধিকালীণ বিভিন্ন সমস্যা এবং রজঃস্রবের আগে ও পরে সমস্যাগুলি নিয়ে আলোচনা করেন। কিভাবে সুস্থ থাকা যায় এবং আমাদের কি কি করা উচিত্ নয়, তা নিয়েও বিস্তারিত আলোচনা করেন চিকিৎসক।
প্রধান শিক্ষক ড. উৎপল দত্ত বলেন, বয়ঃসন্ধিকালীণ সমস্যাগুলি অনেক সময় মেয়েরা বাড়িতে জানাতে লজ্জ্বা পায়। এর ফলে পরবর্তীতে নানা ধরণের শারীরিক সমস্যা হয় তাদের। তাই এই উদ্যোগ নিয়েছে ওষুধ কোম্পানিগুলি। কোম্পানির পক্ষে জয়দ্বীপ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment