Thursday, September 13, 2018

শিক্ষক দিবসে বিশ্বভারতীতে ‘লুঙ্গি ডান্স’! কোমর দোলালেন অধ্যাপকরাও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষক দিবসে ‘লুঙ্গি ডান্স’ কবিগুরুর বিশ্বভারতীতে! কোমর দুলিয়ে নাচলেন অধ্যাপকরাও! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। স্তম্ভিত আশ্রমিকরা। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেনের সাফাই, নাচ-গান নয়, পড়ুয়াদের সঙ্গে মিউজিক্যাল চেয়ার খেলছিলেন শিক্ষকরা।এ রাজ্যে বিশ্ববিদ্যালয় কম নেই। কিন্তু কবিগুরু-যোগ গরিমা বাড়িয়েছে বিশ্বভারতীর। বোলপুরের শান্তিনিকেতন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং। শুধু পরীক্ষায় পাস-ফেল নয়, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে বিশ্বভারতীর পড়ুয়ারা, তেমনই ইচ্ছা ছিল কবিগুরুর। তাই চার দেওয়ালের মধ্যে নয়, শান্তিনিকেতনে খোলা মাঠে পঠনপাঠন চালু করেছিলেন তিনি। সেই রীতি মেনেই আজও ক্লাস হয় বিশ্বভারতীতে। এমনকী, সমাবর্তনে শংসাপত্রের সঙ্গে পড়ুয়াদের দেওয়া হয় ছাতিম গাছের পাতা। যা সপ্তপর্ণী নামে পরিচিত। কিন্তু, ঘটনা হল, বিশ্বভারতীতে ঢুকে পড়ল ‘অপসংস্কৃতি’!
প্রতি বছরই শিক্ষক দিবসে বিশ্বভারতীতে নানা অনুষ্ঠানের আয়োজন করেন পড়ুয়ারাই। অনুষ্ঠানে অংশ নেন অধ্যাপক-অধ্যাপিকাও। তেমনই একটি অনুষ্ঠান ঘিরে বিতর্ক তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভিডিও। জানা গিয়েছে, শিক্ষক দিবসের দিন সংগীত ভবনে একটি অনুষ্ঠানে আয়োজন করেছিলেন পড়ুয়ারা। অনুষ্ঠানে শামিল হন ভবনের অধ্যক্ষ-সহ অধ্যাপকরা। কিন্তু, সেই অনুষ্ঠানে ‘লুঙ্গি ডান্স’ করতে দেখা গিয়েছে পড়ুয়া ও অধ্যাপকদের। সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও ছড়িয়ে পড়ে শোরগোল পড়ে গিয়েছে। স্তম্ভিত প্রবীণ আশ্রমিকরা। যদিও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে যে এমন ঘটনা ঘটেছে, তা স্বীকার করেননি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সবুজকলি সেন। তাঁর সাফাই, চটুল হিন্দি গানের সঙ্গে নাচ নয়, সঙ্গীত ভবনের শিক্ষক ও পড়ুয়ারা মিউজিক্যাল চেয়ার খেলছিলেন।
দেখুন ভিডিও:

No comments:

Post a Comment