Wednesday, September 19, 2018

নতুন জেল চাঁচলে, পরিকাঠামো বাড়ছে রায়গঞ্জেও

নতুন জেল চাঁচলে, পরিকাঠামো বাড়ছে রায়গঞ্জেও

নতুন জেল চাঁচলে, পরিকাঠামো বাড়ছে রায়গঞ্জেও


NBlive জলপাইগুড়িঃ ক্রমশ বেড়েই চলেছে অপরাধমূলক কাজকর্ম। ফলে উত্তরবঙ্গের সংশোধনাগার তথা জেল গুলিতে চাপ বাড়ছে বন্দিদের। ফলে এবার জেলে বন্দিদের চাপ কমাতে নতুন জেল তৈরি করার কথা ঘোষণা করলেন কাড়া বিভাগের ডিজি অরুন কুমার গুপ্তা। উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বেশি বন্দিদের চাপ রয়েছে মালদা ও শিলিগুড়িতে। তাই মালদা জেলার চাঁচলে তৈরি করা হবে নতুন জেল।
এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, বালুরঘাট, রায়গঞ্জের জেলগুলিতে পরিকাঠামো বৃদ্ধি করে নতুন ভবন তৈরি করা হবে বলে জানিয়েছেন কাড়া বিভাগের ডিজি। তাঁর দাবী, নতুন জেল ও অন্যান্য জেলের পরিকাঠামো বৃদ্ধি করলে চাপ কমবে প্রায় সবকটি সংশোধনাগারেই। রাজ্যের মধ্যে বন্দিদের চাপ সবথেকে বেশি রয়েছে উত্তরবঙ্গেই। মালদা জেলার চাঁচলে তাই রাজ্য একটি নতুন জেলা তৈরি করতে চলেছে।

No comments:

Post a Comment