Tuesday, September 18, 2018

রেল হাসপাতালে বহিরাগতদেরও বিনামূল্যে চিকিৎসার সুযোগ

লাইনধারে বসবাসকারী দরিদ্র মানুষজনও এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। এখন আপৎকালীন চিকিৎসা যেমন রেল দুর্ঘটনা হলে পাশাপাশি হাসপাতালে দুর্ঘটনাগ্রস্তকে আনা হলেও প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয় রাজ্য সরকারের আওতাধীন হাসপাতালগুলিতে। তবে এই নতুন যোজনায় কী পরিষেবা কীভাবে অন্তর্ভুক্ত হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। ফলে ধন্দে পড়েছে জোনগুলি। বিভিন্ন রেলের মেডিক্যাল ডিরেক্টররা এখন খতিয়ে দেখছেন কোন কোন রেল হাসপাতালে পরিকাঠামোর থেকে ২০ শতাংশ কম ব্যবহার হচ্ছে সেগুলিকে প্রথম এই যোজনায় অন্তর্ভুক্ত করা হবে।
এই যোজনা ঘোষণা হতেই আগামী দিনের পরিস্থিতি কী দাঁড়াবে এই নিয়ে উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও জেনে উঠতে পারেনি, কোন খাতে চিকিৎসা খরচ কত হবে। ওষুধ থেকে অপারেশনের খরচ অনেক। রেলকর্মীদের চিকিৎসা খরচ বহন হয় তাঁদের থেকে টাকা কেটে। বহিরাগতদের থেকে সেই সুযোগ নেই। ফলে অর্থভাবনাই এখন মূল বিষয়। রেল কর্মীরাও এই যোজনাকে খুব ভাল চোখে দেখছেন না। তাঁদের মতে, বর্তমানে রেল হাসপাতালগুলির যা দশা তাতেই চিকিৎসা উপযুক্ত মানের পাওয়া যায় না। বহিরাগতদের ভিড় বাড়লে সেই পরিস্থিতি কতটা ভয়ানক হবে তা অনুমান করেই আতঙ্কিত হচ্ছেন রেলকর্মীরা।

No comments:

Post a Comment