RCTVNEWS,কলকাতা: ফের ‘সিভিক ভলান্টিয়ার্স’-এর নাম পাল্টে হতে চলেছে ‘জুনিয়র হোমগার্ড’৷ পাল্টে যাবে তাঁদের পোশাকও৷ এর আগেও দু’বার নাম পাল্টেছে।স্বরাষ্ট্র দফতর সূত্রের খবর, ডিজি বীরেন্দ্র সম্প্রতি স্বরা‌ষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে চিঠি দিয়ে ‘সিভিক ভলান্টিয়ার্স’নামটি পাল্টানোর প্রস্তাব দেন৷ সেই প্রস্তাবে বলা হয় ‘সিভিক ভলান্টিয়ার্স’-এর পরিবর্তিত নাম হোক‘জুনিয়র হোমগার্ড’।
২০১৩ সালে লক্ষাধিক বেকার যুবক-যুবতীকে পুলিশের সহযোগী হিসাবে নিয়োগ করে রাজ্য সরকার৷ , সেই সময় তাদের নাম দেওয়া হয়েছিল ‘সিভিক পুলিশ ভলান্টিয়ার্স’। ২০১৫ সালে স্বরাষ্ট্র দফতর‘পুলিশ’ শব্দটি ছেঁটে শুধু ‘সিভিক ভলান্টিয়ার’ লেখার নির্দেশ জারি করে। এবার সেই নামও পরিবর্তন হতে চলেছে। রাজ্য পুলিশের ডিজির প্রস্তাব পাশ হলে ‘সিভিক ভলান্টিয়ার’এর নাম হবে ‘জুনিয়র হোমগার্ড’৷ পোশাকও পাল্টে হবে ‘হোমগার্ডদের’ মতো খাকি উর্দি৷ সেই পোশাক আকাশী রঙের টি শার্ট এবং তাতে সিভিক ভলান্টিয়ার লেখা থাকে৷
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশের পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদেরও আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োগ করা হয়েছিল৷ এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভলান্টিয়ারদের বেতন ৫৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০০ টাকা করার কথা ঘোষণা করেন৷ এবার ‘সিভিক ভলান্টিয়ার’-এর নাম পাল্টে ‘হোমগার্ড’ ও আকাশী রঙের টি শার্টের পরিবর্তে খাকি উর্দি হলে তাঁদের মর্যাদা আরও বাড়বে৷ ওই পোশাক পড়ে ডিউটি করলে সাধারণ মানুষ তাঁদের পুলিশই মনে করবে৷
লালবাজার সূত্রের খবর, শহরের সরু গলিপথে সাইকেলে চেপে টহল দেবেন ‘সিভিক ভলান্টিয়ার’৷ এর জন্য থানায় রাখা থাকবে সাইকেল৷ কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য দেওয়া হবে প্রশিক্ষণ৷