Friday, September 14, 2018

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক

nblive:
দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের জন্য সরকারের দেওয়া প্রায় এক কোটী টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তার হলেন মালদহের রতুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র মন্ডল। অভিযোগ, তিনি দীর্ঘ ১২ বছর ধরে প্রধান শিক্ষকের পদে থাকাকালীন ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে গেছেন! প্রশাসন সূত্রের খবর মিড ডে মিল, সবুজ সাথী, পোশাক সহ একাধিক প্রকল্পের প্রায় ৯৬ লক্ষ টাকা গরমিলের অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক। প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা লিখিত অভিযোগ পেয়ে গতকাল রাত্রেই রতুয়া থানার পুলিশ কৃষ্ণ চন্দ্র মন্ডলকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া প্রধান শিক্ষককে আজ চাঁচল আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

No comments:

Post a Comment