Friday, August 31, 2018

করনদীঘি পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে

করনদীঘি পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে

কল্যান ব্যানার্জী, করনদীঘিঃ দীর্ঘ ৪০ বছর পর করনদীঘি পঞ্চায়েত সমিতিতে বাম শাসনের অবসান হল।শুক্রবার করনদীঘি পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত সমিতিতে প্রধান, উপপ্রধান নির্বাচিত হবার পরেই এক বিজয় মিছিল সারা করনদীঘি পরিক্রমা করে। এই বিজয় মিছিলে সবুজ অাবীর মেখে পা মেলান করনদীঘির বিধায়ক মনোদেব সিংহ, টিএমসির ব্লক সভাপতি সুভাষ সিংহ, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অাজাদ অালি প্রমুখ।
করনদীঘি ব্লক যুব টিএমসি সহ সভাপতি লিয়াকত অালি( বাবলু) জানিয়েছেন,৩৮টি অাসন বিশিষ্ট করনদীঘি পঞ্চায়েত সমিতিতে সভাপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৩ টি ভোট পায়। একটি ক্রস ভোটিং হয়েছে। রসাখোয়া রুদেলের বাসিন্দা কামরুজ্জামা সভাপতি নির্বাচিত হয়েছেন। বিলাসপুরের বালিয়ার বাসিন্দা সামুয়েল মার্ডি সহ সভাপতি হয়েছেন।
তৃণমূ্ল কংগ্রেস নেতা কৌশিক রায় জানিয়েছেন, একটা জগদ্দল পাথরকে সরানো হয়েছে। দীর্ঘদিনের বাম শাষনে কোন উন্নয়ন হয়নি। মানুষ এবারে পরিবর্তনের পক্ষ্যে রায় দিয়েছে। করনদীঘিতে উন্নয়নের জোয়ার অানা হবে। শিক্ষা, স্বাস্থ্য সহ সড়ক নির্মান ও সংস্কার করা হবে।পানীয় জল সহ মানুষের মৌলিক চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন করা হবে।

No comments:

Post a Comment