Sunday, August 12, 2018

কলকাতায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উপড়ে ফেলার ডাক অমিতের

বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান শরণার্থীরা ভারতে এসেছেন, তাঁদের কোনও চিন্তা নেই। শরণার্থীদের নাগরিকত্ব দিয়ে দেবে ভারত সরকার। কলকাতা জনসভা থেকে আশ্বাস দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কিন্তু এনআরসি (নাগরিকপঞ্জি) তৈরি হবেই এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবেই— ঘোষণা শাহের। দেশের নিরাপত্তার স্বার্থে এনআরসি জরুরি বলে তিনি মন্তব্য করেছেন।
যুবব জনতা মোর্চার সভায় অমিত শাহের বক্তৃতার নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এ রাজ্য থেকে মমতা সরকারকে উপড়ে ফেলার চ্যালেঞ্জ ঘোষণা করলেন অমিত। একই সঙ্গে নাগরিক পঞ্জি নিয়েও মমতার বিদ্রোহকে চ্যালেঞ্জ ছুড়ে অমিত বললেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান শরণার্থীদের এ দেশে নাগরিক করতে বিল আনবে কেন্দ্র, সেই বিল আইনে পরিণত করা আটকাবার ক্ষমতা থাকলে মমতা আটকান।
এ দিকে এ দিন আবাAmit Shahর গোটা রাজ্যে কালা দিবস পালন করছে তৃণমূল। কালো পতাকা নিয়ে, কালো ব্যাজ পরে পথে নামছেন তৃণমূল কর্মীরা। এনআরসি-র প্রতিবাদে বিভিন্ন এলাকায় পথসভা করে বিজেপি-কে তাঁরা ধিক্কার জানাতেই তৃণমূলের এই কর্মসূচি।

No comments:

Post a Comment