Thursday, August 30, 2018

ওলা গাড়ি থেকে দমদম শিলিগুড়ি এবং মালদার তিন প্রতারক গ্রেফতার

ওলা গাড়ি থেকে দমদম শিলিগুড়ি এবং মালদার তিন প্রতারক গ্রেফতার


উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : খয়রুল হক নামের এক যুবকের সাহায্যের আবেদন সারা দিয়ে বেলাকবা বন দফতরের রেঞ্জার সঞ্জয় দত্ত বুধবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী থেকে একটি ওলা গাড়িতে বসে বন দফতরের বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিকদের সই জাল করা নিয়োগ পত্র এবং নগদ ৬৬ হাজার টাকা সমেত তিন যুবককে গ্রেফতার করে রাজগঞ্জ থানার হাতে তুলে দেয়।

এই তিন যুবক দীর্ঘদিন থেকেই জলপাইগুড়ি ও শিলিগুড়ির বেকার যুবকদের ফাঁদে ফেলে নকল সই করা নিয়োগপত্র দিয়ে প্রতারণা করে আসছিলো বলে জানিয়েছেন রেঞ্জার সঞ্জয় দত্ত ধৃতদের মধ্যে প্রদীপ ঘোষ দমদম নিবাসী এছাড়াও মালদার  বিক্রম কুমার সিংহ এবং শিলিগুড়ির সুভাষ কুমার ঢালি রয়েছে এই তিন যুবক ওলা গাড়ি নিয়ে নিজেদের সরকারি কর্মকর্তা বলে এই প্রতারণার চক্র চালিয়ে আসছিলো বলেই তদন্তকারীদের অনুমান।

No comments:

Post a Comment