Wednesday, August 29, 2018

পথ অবরোধ করলো রায়গঞ্জ পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা

পথ অবরোধ করলো রায়গঞ্জ পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা


২৯/০৮/১৮, ওয়েবডেস্কঃ একেই শিক্ষকের অভাবে পঠন পাঠন ব্যাহত তারপর হঠাৎ করেই একাধিক শিক্ষক বদলির নির্দেশ। বদলির খবর বাইরে আসতেই রায়গঞ্জ পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদে রাস্তা অবরোধে করে বিক্ষোভে নামে আজ। ছাত্র ছাত্রীদের অভিযোগ বহু দিন ধরেই কলেজে শিক্ষকের সমস্যা। তারা আরো জানান, অটোমোবাইল ডিপার্টমেন্টে মাত্র ২ জন লেকচারার, ১ জন জুনিয়ার লেকচারার, সিভিল ডিপার্টমেন্টে কেবলমাত্র ২ লেকচারার মেকানিকাল ১ লেকচারার ও ১ জন জুনিয়ার লেকচারার নিয়ে চলছে। যার ফলে ক্লাস ঠিক ঠাক হতে সমস্যা। তারপর হঠাৎ করে এত জন শিক্ষককে একসাথে বদলি করলে কলেজে পড়াশুনা একেবারেই বন্ধ হয়ে যাবে।
এই দিন পলিটেকনিকের অধ্যক্ষ শুভদীপ চৌধুরী জানান, রাজ্যের প্রায় সকল পলিটেকনিক কলেজে এই বদলির অর্ডার এসেছে। রায়গঞ্জ পলিটেকনিক কলেজে লেকচারার, জুনিয়ার লেকচারারের অভাব আছে এটা ঠিকই কিন্তু তাই বলে ছাত্রছাত্রীরা পথ অবরোধ করবে এটা মানা যায় না।
অন্যদিকে আন্দোলনরত ছাত্র ছাত্রীরা বলেন, কাউন্সিল যতক্ষণ পর্যন্ত তাদের এই সমস্যার কোনো সমাধান না করবে ততক্ষণ এই পথ অবরোধ হয়ে থাকবে।

No comments:

Post a Comment