Sunday, August 19, 2018

নন্দনে এসে দেখুন এক টুকরো পরাধীন ভারতের ছবি

নন্দনে এসে দেখুন এক টুকরো পরাধীন ভারতের ছবি


বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই স্বাধীনতা দিবস উদযাপনে মেতে উঠেছে গোটা দেশ। রাস্তায় বেরোলেই টোটোর মাথায়, বাইকের সামনে হাওয়ায় পতপত করে উড়ছে আমাদের প্রিয় তেরঙা। অথচ এমন দিনে কলকাতায় নন্দনের সামনে গেলে আপনি দেখতে পাবেন পরাধীন ভারতের এক চিত্র। সেখানে বেশ কিছু পড়ুয়া খোলা আকাশের নিচে হাতে পোস্টার নিয়ে বসে আছেন। নাহ, তারা কোনও শরণার্থী বা ফুটপাথবাসী নন। তারা হলেন মালদার গনি খান চৌধুরি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতারিত ছাত্র। সরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র হয়েও তারা হাতে পেয়েছেন জালি সার্টিফিকেট। আজ সত্যিই তাদের জীবন অনিশ্চয়তার মুখে। ছয় বছর পড়াশুনা করেও তাদের রুটি-রুজির স্বপ্ন আজ সত্যিই পরাধীন। কী বলছেন তারা? আসুন সেটাই দেখি নিচের এই ভিডিওতে।

https://youtu.be/dbv82iH0rpI

No comments:

Post a Comment