Tuesday, August 14, 2018

রায়গঞ্জে শুরু হলো কুলিক ক্যুইজ কার্নিভাল

রায়গঞ্জে শুরু হলো কুলিক ক্যুইজ কার্নিভাল

রায়গঞ্জে শুরু হলো কুলিক ক্যুইজ কার্নিভাল
Nblive রায়গঞ্জঃ গত বছরের ন্যায় এবছরেও সেই মজাদার এবং জমাটি ফিল্মের আসর বসতে চলেছে আমাদের শহর রায়গঞ্জে,সাতটি ভিন্ন ধরনের ক্যুইজে লোভনীয় কিছু প্রশ্নের সমন্বয়ে কুলিক ক্যুইজ কার্নিভাল যেন এক অর্থে সাতটি তারার তিমির। আজ থেকে শহর রায়গঞ্জে শুরু হচ্ছে কেক্যুসি তথা কুলিক ক্যুইজ কার্নিভাল, ঠিক সকাল নয় ঘটিকায় গীতাঞ্জলি সিনেমা হলের পাশে ক্যারিটাস হলে সারাবাংলাব্যপী ক্যুইজের মহারন,১৪ ও ১৫ আগস্ট দুদিনের এই ক্যুইজের প্রথমে থাকছে স্কুইডিশ, ক্যুইজ মাস্টার দীপ্তাংশু দাশ ,তারপর বেলা এগারোটা বেজে তিরিশ থেকে থাকছে খেলাধূলার আসর স্পোর্টস ক্যুইজ,ক্যুইজমাস্টার জলপাইগুড়ি থেকে চিরদিপ গুহ,তারপর দুপুর দেড় ঘটিকায় আসছে মেলা ক্যুইজ,এন্টারটেনমেন্টের হাইভোল্টেজ হাসির জন্যে ক্যুইজমাস্টার যথাক্রমে আত্মদীপ দাশ, অতনু প্রামাণিক এবং মহর্ষি ব্যানার্জি,এরপর থাকছে বাংলার ক্যুইজের ইতিহাসে প্রথমবার ঘটতে চলা ফেমিনিন ক্যুইজ বেলা তিন ঘটিকায়,যেখানে সব প্রশ্ন থাকছে মহিলাদের উপর, ক্যুইজমাস্টারও দুই মেয়ে সুলগ্না নন্দী এবং বিস্তীর্ণা ঘোষ।

অনুষ্ঠানের চেয়ারম্যান অরুময় দাশ বলছেন,নেমেসিস আয়োজিত ঢাকা জুয়েলারি প্রেসেন্টস্ কেক্যুসির এমত সারাবাংলাব্যপী অবস্থানে নেমেসিস যেমন সবার সাহায্য পেয়েছে তেমনি আমরাও এই প্রচন্ড ক্যুইজের সঠিক উন্নতিতে নিবেদিত থাকব।

আমরা ক্যুইজার্স ও উত্তর দিনাজপুর ক্যুইজ অ্যাসোসিয়েশনের সহায়তায় এবং ঢাকা জুয়েলারি হাউসের বদান্যতায় এই ক্যুইজপাগল ছেলেদের আন্তরিক প্রচেষ্টা শহর রায়গঞ্জের অভূতপূর্ব উন্নতিতে সাহায্য করবে বলে দাবী করেছেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা অরুময় দাশ।

No comments:

Post a Comment