Wednesday, August 15, 2018

প্রথম পাতা দেশ ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ দেবে সরকার, বিশদে জানুন আপনি পাবেন কিনা


৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ দেবে সরকার, বিশদে জানুন আপনি পাবেন কিনা

স্বাধীনতা দিবসের সকালেই লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের কথা। এই প্রকল্পের সুফল পাওয়ার যোগত্যা কি?

Narendra Modi announces Ayushman Bharat project
এই বছর কেন্দ্রীয় বাজেটেই অর্থমন্ত্রী প্রস্তাব রেখেছিলেন ৫ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা প্রকল্পের। স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন ২৫ সেপ্টেম্বর থেকে চালু হবে এই স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’।
একবার দেখে নেওয়া যাক, এই স্বাস্থ্যবিমা পেতে গেলে একজন ভারতীয় নাগরিকের কী কী যোগ্যতা থাকতে হবে বা কারা এই প্রকল্পের সুফল পাবেন?
কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুযায়ী, এই বিমা প্রকল্পে ১০ কোটি পরিবার বা ৫০ কোটি মানুষ বিনা পয়সায় চিকিৎসা করানোর সুবিধা পাবেন। 
২০১১ সালে জাতি ভিত্তিক আর্থ-সামাজিক জনগণনার তথ্য অনুযায়ী ঠিক করা হবে কারা এই বিমার আওতায় আসবেন।
• গ্রামে যাঁদের এক-ঘরের কাঁচা বাড়ি, যে পরিবারে ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে কোনও প্রাপ্তবয়স্ক সদস্য নেই

• যে পরিবারে মহিলাই প্রধান এবং ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে কোনও প্রাপ্তবয়স্ক সদস্য নেই

• যে বাড়িতে সক্ষম কোনও প্রাপ্তবয়স্ক সদস্য নেই

• তফশিলি জাতি ও তফশিলি উপজাতি জমিহীন এমন পরিবার যাঁদের ঠিকা শ্রমিকের কাজ করে রোজগার করতে হয় 

• আশ্রয়হীন, নিঃস্ব পরিবার, ভিক্ষা করে যাঁরা জীবন কাটাচ্ছেন, মেথর, আদি আদিবাসী সম্প্রদায়ের লোকজন

• শহরের ক্ষেত্রে ১১টি পেশার জনগণ এর আওতায় আসতে পারেন। এখনও এর তালিকা সরকার জানায়নি।

• যাঁরা এই বিমার আওতায় আসবেন, তাঁদের পরিবারের সদস্য সংখ্যা দেখা হবে না। সবাই এর আওতায় আসবেন।
শুধুমাত্র সরকারি হাসপাতাল নয়, যে সব বেসরকারি হাসপাতাল নিজেদের নাম এই আয়ুষ্মান ভারত প্রকল্পে লেখাবে, সেই সব হাসপাতালেও বিনা পয়সায় চিকিৎসার সুযোগ থাকবে। ভারতের যে কোনও জায়গায় এই পরিষেবা পাওয়া যাবে। হাসপাতালে যাতায়াতের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত খরচও বহন করবে সরকার।
এই স্বাস্থ্যবিমা প্রকল্পের পুরো খরচই দেবে সরকার। কেন্দ্র ও রাজ্য সরকার বিমার প্রিমিয়ামের টাকা ভাগ করে নেবে বলেই সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ২২টি রাজ্য ইতিমধ্যেই এই প্রকল্পের অংশীদার হবে বলে জানিয়ে দিয়েছে। 
তবে, পশ্চিমবঙ্গ এখনও আয়ুষ্মান ভারত প্রকল্পে অংশ নিতে রাজি হয়নি।
বিশদে জানতে www.abnhpm.gov.in এই ওয়েবসাইটে যেতে পারেন। 

No comments:

Post a Comment