Thursday, August 16, 2018

বেরিলিতে নিহত পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে সাংসদ সেলিম




বেরিলিতে নিহত পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে সাংসদ সেলিম


১৬/০৮/১৮, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের বেরিলির পিলভিট বাইপাসে মাটি চাপা পড়ে নিহত রায়গঞ্জ লাগোয়া ছয় পরিযায়ী শ্রমিকের পরিবারের সাথে আজ দেখা করলেন রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম। আজ সাংসদ বারিওল, পাজোল, ট্যাগরা ও এলেঙ্গিয়া গ্রামগুলিতে মৃত শ্রমিক নাজিমুল হক (২২), নাজিমুদ্দিন আহমেদ(৪০),নাজিম আলি(২৫),মহিরুল হক(২০),কৌসর আলি(২৫), ও হাসান আলির(৩০) বাড়িতে তাঁদের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। তিনি বলেন, বেরিলি জেলা প্রশাসন, ওখানকার শ্রমদপ্তর ও কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের সাথে তিনি প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন যাতে মৃত শ্রমিকদের পরিবার অতি সত্বর ক্ষতিপূরণ পান।
প্রসঙ্গত উল্লেখ্য একটি মোবাইল সংস্থার হয়ে পিলিভিট বাইপাসে মাটি খুঁড়ে কেবল পোতার কাজ চলছিল। সেই সময়ে হঠাৎ ১৫ফুট গভীর গর্তে মাটি চাপা পড়ে প্রান হারান এই ছয় শ্রমিক।
ক্ষতিপূরণের ব্যাপারে কতদূর অগ্রগতি হল তা জানতে চাইলে সাংসদ জানান, আগামীকাল সাংবাদিক সম্মেলনে তিনি বিস্তারিত জানাবেন।

No comments:

Post a Comment